Pages

Search Term:

Sunday 17 July 2011

আপনি কি এই ব্লগে লিখতে চান?

আপনি যদি খুব ভাল মানের লেখক হন এবং আগ্রহী হয়ে থাকেন তবে আমরা আপনাকে অবশ্যই লেখার সুযোগ দিচ্ছি। আপনার আগ্রহের কথা জানিয়ে ঠিকানা সহ ইমেইল করুন। আপনাকে ইউজার নেম সরবরাহ করব অবশ্যই।

বাংলাদেশে virtual লেনদেন

বাংলাদেশে virtual লেনদেন
আজ আমি আপনাদেরকে জানাব আমাদের দেশের ই-লেনদেন সম্পর্কে।
আমাদের দেশে বর্তমানে যেসব লেনদেন চালু আছে তার মধ্যে E-money order, Online payment by IBL, DBBL ATM bill pay, Credit Card, DBBL mobile Banling (ব্যাংক এখন পকেটে), Others bank ATM.
খুব দুঃখ করে যে কথা বলতে হয় সেটা হচ্ছে আজ অবদি আমাদের দেশে Paypal এর মতো সেবা এখনো আসেনি। বাংলাদেশ ব্যাংক যদিও স্বীকৃতি দিয়েছে ফান্ড ট্রান্সফার করার, তবু কোন ব্যাংক এখন পর্যন্ত এই সুবিধা চালু করে নি। 

এবার আসুন এই লেনলেঙ্গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

E-money orderঃ 
সরকারি ব্যবস্থাপনায় এটাই প্রথম এবং কার্যকরি ব্যবস্থা। বাংলাদেশ পোষ্ট অফিস এবং বাংলালিংক মোবাইল অপারেটর এই দুয়ে মিলে এই ব্যবস্থা চালু রেখেছেন। এতে টাকা পাঠাতে লাগে মাত্র কয়েক মুহুর্ত। এখন পর্যন্ত শুধুমাত্র GPO( জোনাল পোষ্ট অফিস) গুলোতে এই অর্থ লেনদেন প্রক্রিয়া চালু আছে।তার'চে নিম্ন লেবেলের পোষ্ট অফিস গুলোয় এই ব্যবস্থা চালু নেই। খুব সহজ, যার কাছে পাঠাবেন তার ফোন নম্বর আর ঠিকানা হলে-ই হয়। তার ফোনে একটি PIN  চলে যাবে ব্যস, হয়ে গেল। তার নিকটের পোষ্ট অফিস-এ গিয়ে ওই নম্বর থেকে SMS টি দেখলেই টাকা হস্তান্তর হয়ে যাবে। 
চার্জঃ প্রতি ১ম ১০০০টাকায় ২৭ টাকা এবং পবর্তী প্রতি হাজারে ১০টাকা প্রযোয্য।

Online payment/transfer by Banks
এখানে একটি কথা বলা দরকার। এখন পর্যন্ত কোন ব্যাংক ব্যালাঞ্ছ ট্রাঞ্চফার করার সরাসরি সুযোগ দেন নি। তবে নিন্ম বর্নিত উপায়ে ট্রাঞ্চফার সম্ভব।
Islami bank , Dutch Bangla Bank, Brac Bank, UCB Bank, Jonota bank, Dhaka Bank সহ অনেক ব্যাংক-ই এখন তাদের এক ব্রাঞ্ছ থেকে আরেক ব্রাঞ্ছে টাকা পাঠানো এবং জমা / উত্তোলন করার সুযোগ দিচ্ছেন।এতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় এক নিমেষেই টাকা পাঠানো সম্ভব হচ্ছে। খুব সহজ, কারো কাছে টাকা পাঠাবেন? তাহলে জেনে নিন তার কোন একটি ব্যাংকে অনলাইন Account  আছে কিনা। থাকলে সেই ব্যাংকের যে কোন ব্রাঞ্ছে গিয়ে তার Account নম্বর ভাল করে লিখে ব্রাঞ্ছের নাম স্পষ্ট করে লিখুন এবং সাধারন টাকা জমা দেওয়ার মত জমা দিন। 
চার্জঃ ব্যাংক ভেদে বিভিন্ন। UCB ৫০০০০টাকা পর্যন্ত ফ্রী, DBBL same district Free, IBL ৫০০০০টাকা পর্যন্ত ২৭টাকা। 

DBBL ATM bill payঃ
এর মাধ্যমে খুব সহজেই মোবাইল, বিদ্যুত এবং গ্যস বিল দেয়া যায়। Credit card bill পরিশোধ করা যায়। 
DBBL mobile Banling (ব্যাংক এখন পকেটে)ঃ মাত্র ১০টাকা দিয়ে এই হিসাব যে কেঊ খুলতে পারবেন। এটা এখন পর্যন্ত ব্য্যবহুল বলে-ই মনে হয়। সর্বোচ্চ ৫০০০টাকা ক্যাশ তোলা যাবে। SMS চার্জ ছাড়াও এতে আছে transaction fee. যা এখন পর্যন্ত ৫টাকা সর্বনিন্ম ধার্য করা হয়েছে।
Credit card: এই কার্ড দিয়ে মার্কেটিং থেকে শুরু করে সকল লেনদেন করা যাবে তবে এর চার্জ এবং processing fee  সবকিছু জেনে তবেই এই লেনদেন করা ভাল। 
 
Related Posts Plugin for WordPress, Blogger...